|
---|
প্রতিফলক ডেক্সঃ সোমবার গভীর রাত্রে গুজরাটের সুরাটে রাস্তার পাশে শুয়ে থাকা ১৮ জন শ্রমিককে পিষে দেয় এক দ্রুতগামী ট্রাক। এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৩ জন ও পড়ে জানা যায় ১৫ জন প্রাণ হারিয়েছেন।
সূত্রে জানা গেছে সুরাটের পিপলোদ নামক গ্রামের রাস্তার ওপর শুয়ে থাকা একদল শ্রমিকের উপর এক বেপরোয়া ট্রাক চলে যায় এবং ঘটনাস্থলেই চাপা পড়ে ১৫ জনের মৃত্যু হয়। আহত তিনজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।